Medical Achievement: মানুষের শরীরে শূকরের হৃদপিণ্ড, চিকিত্‍সায় নতুন নজির আমেরিকায়| Bangla News

Continues below advertisement

মানুষের শরীরে প্রতিস্থাপন করা হল শূকরের হৃদযন্ত্র। চিকিত্‍সা বিজ্ঞানে নতুন নজির আমেরিকায়। মেরিল্যান্ড হাসপাতালে এক সঙ্কটজনক রোগীর দ্রুত হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। তখনই শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিত্‍সকরা। জিন পরিবর্তিত একটি শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে।  তিনদিন আগে হয় অস্ত্রোপচার। তারপরও রোগীর কোনও সমস্যা না হয়নি বলে হাসপাতাল সূত্রে দাবি। এর আগে শূকরের কিডনি প্রতিস্থাপন হয়েছে। এই প্রথম শূকরের হৃদযন্ত্র মানব শরীরে প্রতিস্থাপন করা হল। চিকিত্‍সা বিজ্ঞানীদের দাবি, এই প্রচেষ্টা পুরোপুরি সফল হলে সঙ্কটজনক রোগীদের ক্ষেত্রে অঙ্গ পাওয়ার সমস্যা মিটবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram