NASA : পৃথিবী থেকে ছোড়া রকেটের আঘাতে গতিপথ পাল্টাল গ্রহাণু ডাইমরফসের, যুগান্তকারী সাফল্য নাসা-র
মহাকাশবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য নাসা-র। পৃথিবী থেকে ছোড়া রকেটের আঘাতে গ্রহাণু ডাইমরফসের গতিপথ পাল্টাল । গত ২৭ সেপ্টেম্বর নাসার ডার্ট রকেট ডাইমরফসকে ধাক্কা মেরেছিল। তার গতিপথ পাল্টে দেওয়া গেল কি না, তা নিয়ে প্রশ্ন ছিল । ধাক্কার ফলে গ্রহাণু ডাইমরফসের গতিপথ পাল্টেছে , জানাল নাসা। ফলে ভবিষ্যতে পৃথিবীমুখী কোনও গ্রহাণুকে সরানো যাবে অন্যদিকে। ধ্বংসের থেকে বাঁচানো যাবে আমাদের গ্রহকে, আত্মবিশ্বাসী বিজ্ঞানীরা। এই প্রথম মহাশূন্যে কোনও গ্রহাণুর গতিপথ পরিবর্তনে সফল হলেন বিজ্ঞানীরা।
Tags :
Bangla News Bangla News Live Asteroid Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Nasa