NASA : পৃথিবী থেকে ছোড়া রকেটের আঘাতে গতিপথ পাল্টাল গ্রহাণু ডাইমরফসের, যুগান্তকারী সাফল্য নাসা-র
Continues below advertisement
মহাকাশবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য নাসা-র। পৃথিবী থেকে ছোড়া রকেটের আঘাতে গ্রহাণু ডাইমরফসের গতিপথ পাল্টাল । গত ২৭ সেপ্টেম্বর নাসার ডার্ট রকেট ডাইমরফসকে ধাক্কা মেরেছিল। তার গতিপথ পাল্টে দেওয়া গেল কি না, তা নিয়ে প্রশ্ন ছিল । ধাক্কার ফলে গ্রহাণু ডাইমরফসের গতিপথ পাল্টেছে , জানাল নাসা। ফলে ভবিষ্যতে পৃথিবীমুখী কোনও গ্রহাণুকে সরানো যাবে অন্যদিকে। ধ্বংসের থেকে বাঁচানো যাবে আমাদের গ্রহকে, আত্মবিশ্বাসী বিজ্ঞানীরা। এই প্রথম মহাশূন্যে কোনও গ্রহাণুর গতিপথ পরিবর্তনে সফল হলেন বিজ্ঞানীরা।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Asteroid Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Nasa