Pegasus Controversy: সুপ্রিম কোর্টের নজরদারিতে স্পাইওয়্যারকাণ্ডের তদন্ত হোক, দাবি এডিটর্স গিল্ডের

Continues below advertisement

সুপ্রিম কোর্টের নজরদারিতে ঘটনার তদন্ত হওয়া উচিত। পেগাসাস কাণ্ডের তীব্র নিন্দা করে দাবি এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়ার। বিভিন্ন দেশের ১৭টি সংবাদমাধ্যম মিলে যৌথ তদন্ত চালাচ্ছিল। 'পেগাসাস প্রজেক্ট' নামে যৌথ তদন্তের রিপোর্ট রবিবার রাতে প্রকাশিত হয়। এরপরই শুরু হয় বিশ্বজুড়ে শোরগোল। 

সংসদে পেগাসাস বিরোধিতাকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শাণাতে চলেছে তৃণমূল (TMC)। বাদল অধিবেশনে সরকারের বিরুদ্ধে রণকৌশল স্থির করতে আজ সংসদ ভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

অন্যদিকে, করোনা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলেছে পেগাসাস স্পাইওয়্যার। রাজনৈতিক স্বার্থে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফোন হ্যাকের মারাত্মক অভিযোগে মোদি (Narendra Modi) সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে ২১-এর মঞ্চে পেগাসাস ইস্যুতে মারাত্মক অভিযোগ তুললেন নেত্রী। স্পাইওয়্যার পেগাসাস কাণ্ডে সুপ্রিমকোর্টে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপও দাবি করেন তৃণমূল নেত্রী। স্পাইওয়্য়ার বিতর্ক শুরু পরে কংগ্রেস প্রশ্ন তোলে কর্ণাটকে কংগ্রেস-জেডিএস-এর জোট সরকারকে ফেলে দিতেই কি পেগাসাস ব্যবহার করা হয়েছিল? এদিন সেই বিষয়টি টেনে বিজেপিকে নিশানা করেন মমতা। পেগাসাস স্পাইওয়্যার বিতর্কের আঁচে বাদল অধিবেশনের  প্রথম দু'দিনই উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও এই ইস্যুতে আন্দোলনে নেমেছে। সব মিলিয়ে পেগাসাস বিতর্কে জাতীয় রাজনীতির পারদ চড়ছে ক্রমশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram