Perseverance: মঙ্গলপৃষ্ঠের ছবি পাঠিয়েছে ‘পারসিভের‍্যান্স’

Continues below advertisement

সফলভাবে মঙ্গল গ্রহে নামল নাসার ‘পারসিভের‍্যান্স’। লালগ্রহকে দ্বিতীয় উপনিবেশ হিসেবে গড়তে চলবে অনুসন্ধান। খোঁড়াখুঁড়ি করে সংগ্রহ করবে পাথর ও মাটি। ভারতীয় সময় অনুযায়ী রাত আড়াইটে নাগাদ লালগ্রহণের মাটি স্পর্শ করে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্রের পাঠানো মঙ্গলযান ‘পারসিভের‍্যান্স’। ইতিমধ্যেই মঙ্গলপৃষ্ঠের ছবি পাঠিয়েছে সে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram