Queen Elizabeth Death : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত, বাকিংহাম প্যালেসের সামনে থেকে শোকস্তব্ধ লন্ডনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। নতুন রাজা হচ্ছেন তৃতীয় চার্লস। বালমোরাল থেকে বাকিংহাম প্রাসাদে নিয়ে আসা হবে রানির দেহ। শেষকৃত্য দিনকয়েক পরে। বাকিংহাম প্রাসাদ সূত্রে খবর, রানির মৃত্যুতে পাল্টাচ্ছে ব্রিটেনের জাতীয় সঙ্গীত। গড সেভ দ কুইনের জায়গায় জাতীয় সঙ্গীত হবে গড সেভ দ্য গ্রেশিয়াস কিং। পাল্টে যাবে ব্রিটেনের কারেন্সির ওপর রানির ছবিও। বাকিংহাম প্যালেসের সামনে থেকে শোকস্তব্ধ লন্ডনের ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দর প্রতিনিধি সৌমিক সাহা।
Tags :
Death ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews QueenElizabeth Queen