Russia Crisis: কিছুটা স্বস্তি পুতিনের, পিছু হটল ওয়াগানার বাহিনী
কিছুটা স্বস্তি পুতিনের, পিছু হটল ওয়াগানার বাহিনী। মস্কোর দিকে এগিয়েও পিছু হটল ধনকুবের প্রিগোজিনের ২০ হাজার ভাড়াটে সৈন্য। আর রাশিয়ার কারও রক্তপাত চাই না, বার্তা ধনকুবের হোটেল ব্যবসায়ী প্রিগোজিনের। আগেই ইউক্রেন-সীমান্তবর্তী একাধিক শহরে ঢুকে পড়ে ওয়াগানার বাহিনী। পাল্টা প্রতিরোধ করে পুতিন বাহিনী। প্রতিরোধ উড়িয়ে মস্কোর দিকে এগোতে থাকে প্রিগোজিনের সৈন্য দল। তার মধ্যেই পিছু হটল ওয়াগানার বাহিনী, বাঙ্কারে ফিরল প্রিগোজিনের ভাড়াটে সেনা। ওয়াগানার বাহিনী পিছু হঠলেও প্রস্তুত রুশ সেনা
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News Wagener Group