Russia Ukraine Conflict: কিয়েভে নাগাড়ে আক্রমণ রাশিয়ার, ক্ষেপণাস্ত্রের সঙ্গে চলছে বিমান হানাও।Bangla News
Continues below advertisement
যুদ্ধের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর সকাল থেকে পরপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে রুশ সেনা। তুমুল সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়। সেইসঙ্গে চলছে রাশিয়ার বিমানহানাও। ইউক্রেন সরকার স্বীকার করেছে, এখনও পর্যন্ত যুদ্ধে তাদের দেশের ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন। ইতিমধ্যে চেরনোবিলের পরিত্যক্ত পরমাণু কেন্দ্রের দখল নিয়েছে রুশ সেনা। ইউক্রেনের মেলিটোপল বিমানঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। জোড়া বিস্ফোরণ হয়েছে কিয়েভেও। বহু শহরে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংস হয়েছে বাড়িঘর। এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ইউক্রেন নাগরিক গৃহহারা হয়েছেন বলে সূত্রের খবর। তবে ইউক্রেনের পাল্টা দাবি, ৩০টি রুশ ট্যাঙ্ক, ১৩০টি সাঁজোয়া গাড়ি, ৫টি যুদ্ধবিমান ও ৬টি হেলিকপ্টার ধ্বংস করেছে তারা।
Continues below advertisement
Tags :
Breaking News ABP Ananda Vladimir Putin ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ Russia Ukraine Conflict Russia Ukraine War Russia Ukraine War News Russia Ukraine Live Update Putin Declares War Live News Putin Invades Ukraine Putin Vs Biden Russia Ukraine Updates Ukraine War Live Update Ukraine Russia Conflict Russia Ukraine Conflict