Russia Ukraine War: ২৫ দিন ধরে ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার, রুশ হামলায় ১১৫ জন শিশুর মৃত্যু । Bangla News

Continues below advertisement

২৫ দিন ধরে ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার। মারিউপোলে স্কুলবাড়িতে তৈরি শরণার্থী শিবিরে বোমাবর্ষণ। শরণার্থী শিবিরে ৪০০ জন আশ্রয় নিয়েছিলেন, জানাল ইউক্রেন। রুশ হামলায় ১১৫ জন শিশুর মৃত্যু, দাবি ইউক্রেনের। গুরুতর আহত আরও ১৪০ জন শিশু, দাবি ইউক্রেনের। রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপ ইউক্রেন। কিভ, খারকিভে লাগাতার গোলাবর্ষণ রাশিয়ার। শুধু কিভেই এখনও পর্যন্ত ২২৮ জনের মৃত্যু, দাবি ইউক্রেনের। রুশ হামলায় ধ্বংস ৪০টি বাড়ি, ৬টি স্কুল, ৪টি কিন্ডারগার্টেন । রুশ বাহিনীকে রুখতে রেল ব্রিজ ওড়াল ইউক্রেনীয় সেনা। রাশিয়ার টার্গেট ইউক্রেনের অস্ত্রভাণ্ডার । ইউক্রেনের অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই প্রথম ইউক্রেনে ‘কিনঝল’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram