Titanic museum: সাউথহ্যাম্পটনের টাইটানিক মিউজিয়ামে আজও যেন থমকে আছে সময়, পরতে পরতে হারানো স্মৃতি

Continues below advertisement

ক্রিকেটের শহর। প্রেমের শহর। সাউথহ্যাম্পটন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেমন এই শহরের ঐতিহ্যের মুকুট তেমনই তার কংক্রিটের আড়ালে সমদ্রের নীলে ছড়িয়ে ছিটিয়ে একটা নাম। টাইটানিক। প্রেমের স্মৃতি। পৃথিবীর অন্যতম ট্রাজিডির আর এক নাম। এই শহর জানে তার প্রথম সবকিছু। বৈভব, প্রেম, বিপর্যয়, হারানোর সময় শৌধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাউথহ্যাম্পটনের টাইটানিক মিউজিয়াম। ১০ এপ্রিল ১৯১২, ডেস্টিনেশন নিউইয়র্ক। সাউথহ্যাম্পটন থেকে প্রায় ২৩০০ যাত্রী নিয়ে রওনা দিয়েছিল সেই সময় বৃহত্তর ভ্রমণ তরী। যে মুহূর্ত এখনও জীবন্ত এই মিউজিয়ামের ফ্রেমে। মিউজিয়ামজুড়ে যেন গোটা একটা টাইটানিক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram