US Shootout: ফের আমেরিকায় বর্ণবিদ্বেষের জেরে নির্বিচারে কৃষ্ণাঙ্গদের গুলি করে মারার অভিযোগ। Bangla News
Continues below advertisement
জর্জ ফ্লয়েডের পর ফের আমেরিকায় বর্ণবিদ্বেষের জেরে নির্বিচারে কৃষ্ণাঙ্গদের গুলি করে মারার অভিযোগ। নিউ ইয়র্কের বাফালো শহরে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে ১০ জনের। তিনজন জখম। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। শনিবার বিকেলে বাফালো শহরের একটি সুপার মার্কেটে ঢুকে রাইফেল তাক করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সামরিক পোশাক পরা এক ব্যক্তি। আততায়ীকে আটক করেছে পুলিশ। বাফালো শহরের যেখানে হামলা চলে, সেখানে মূলত কৃষ্ণাঙ্গদের বাস।
Continues below advertisement
Tags :
US ABP Ananda New York Shootout ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ US Shootout