Will Smith: অস্কার মঞ্চে ক্রিস রককে চড়! ১০ বছরের জন্য অ্যাকাডেমি থেকে নির্বাসিত উইল স্মিথ।Bangla News
অস্কারের পুরস্কার মঞ্চে সঞ্চালককে চড় মারার জের। ১০ বছরের জন্য অভিনেতা উইল স্মিথকে নির্বাসিত করল অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। অস্কারের পুরস্কার মঞ্চে অভিনেতার স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন সঞ্চালক ক্রিস রক। মঞ্চে উঠে ক্রিসকে সপাটে চড় মারেন স্মিথ। অভিনেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গতকাল বৈঠকে বসে অস্কার কমিটি। ওই বৈঠকেই স্মিথের শাস্তি ঘোষণা করা হয়। ওই ঘটনায় ক্ষমাপ্রার্থনা করে স্মিথের পাঠানো পদত্যাগপত্র আগেই গ্রহণ করেছে অস্কার কমিটি।
Tags :
Oscar ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Will Smith Academy