World Covid: ব্রিটেনে একদিনে আক্রান্ত প্রায় দু'লক্ষ, 'আসছে করোনার সুনামি', সতর্কবার্তা হু-র| Bangla News

Continues below advertisement

আমেরিকা থেকে ইউরোপ। বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে কোভিড সংক্রমণে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার ৩৭ জন। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। এর পাশাপাশি, ব্রিটেনে উদ্বেগ বাড়িয়ে ছড়াচ্ছে ওমিক্রনও। ফ্রান্সেও বেলাগাম করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৮ হাজার।স্পেনে একদিনে আক্রান্ত ১ লক্ষ ৭৬০ জন। অতিমারী আবহে এই প্রথম সে দেশে দৈনিক সংক্রমণ ১ লক্ষ ছাড়াল। আমেরিকাতেও ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জানুয়ারিতে শীর্ষে পৌঁছবে সংক্রমণ, আশঙ্কা মার্কিন রাষ্ট্রপতির স্বাস্থ্য পরামর্শদাতা অ্যান্থনি ফসি-র। উদ্বেগ আর বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। খুব শীঘ্রই বিশ্বজুড়ে করোনার সুনামি আসতে চলেছে। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram