Wrestler Agitation : পুলিশি হেনস্থার প্রতিবাদ, গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত কুস্তিগিরদের

Continues below advertisement

পুলিশি হেনস্থার প্রতিবাদ, গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত কুস্তিগিরদের। যন্তরমন্তরে কুস্তিগিরদের ধর্নায় ‘না’ দিল্লি পুলিশের। প্রতিবাদে আজ সন্ধেয় হরিদ্বারে গঙ্গায় মেডেল ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত কুস্তিগিরদের। 'মেডেল আমাদের প্রাণ, তাই মেডেল ভাসিয়ে দিলে আর বেঁচে থাকার কোনও অর্থ হয় না। এবার আমরা ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশনে বসব’
জানিয়েছেন অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক। আমরা প্রথমে ভেবেছিলাম মেডেল ফেরত দেব। কিন্তু কাকে মেডেল ফেরত দেব, রাষ্ট্রপতিকে? যিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও মাত্র ২ কিলোমিটার দূরে বসে সব দেখেছেন কিন্তু কিছুই বলেননি? প্রধানমন্ত্রীকে বলব? যিনি আমাদের ঘরের মেয়ে বলেন। কিন্তু ঘরের মেয়েদের কোনও খোঁজ না নিয়ে যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকেই সংসদভবন উদ্বোধনের আমন্ত্রণ জানালেন ?', ট্যুইট করে ক্ষোভ প্রকাশ আন্দোলনকারী বজরং পুনিয়ার

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram