Writers Building: লালবাড়ি এখনও খাঁ খাঁ করছে । দীর্ঘ ১১ বছরেও মহাকরণের কাজ শেষ হল না কেন ? জানা গেল চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ২০১৩ সালে মহাকরণ ছেড়ে, রাজ্য় প্রশাসনের সদর দফতর সরে গেছিল নবান্নে। কথা ছিল সংস্কারের পর কিছুদিনেই আবার মহাকরণে ফিরবে সব।  কিনতু, সেই থেকে দেখতে দেখতে পেরিয়ে গেছে এগারোটা বছর। আরও দু'টো বিধানসভা ভোট হয়ে গেছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তিনবার মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছেন। কিনতু, মহাকরণে তিনি আর ফেরেনি। 

আরও খবর...

এ বার আর বছর বছর আলাদা আলাদা নির্বাচন নয়। একসঙ্গেই হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। ‘এক দেশ, এক ভোট’ বিলে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বিলের মাধ্যমে বুলডোজার চালাতে চাইছে কেন্দ্র। বাংলা কখনও দিল্লির স্বৈরাচারী মনোভাবের কাছে মাথা নত করবে না। সমাজ মাধ্যমে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশ, ফের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বজয় গুকেশের। ভারতের আঠারোর স্পর্ধায় গুঁড়িয়ে গেল চিনের প্রাচীর। গতবারের চিনা বিশ্বজয়ীকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব ছিনিয়ে নিলেন ডি গুকেশ। গতবারের বিশ্বজয়ী ডিং লিরেনকে হারালেন ৭.৫ - ৬.৫-এ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram