Yaas Effect: ইয়াস পরবর্তী ক্ষতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ২৪ পরগনায় যাচ্ছে কেন্দ্রীয় দল

Continues below advertisement

ইয়াস-বিপর্যয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদের দুটি দল। ৭ সদস্যের দলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। রয়েছেন অন্যান্য আধিকারিকরাও। আজ সকালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পাথরপ্রতিমার উদ্দেশে রওনা দেবে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। যাবে গোসাবাতেও। আরেকটি দল কলকাতা থেকে সড়কপথে পৌঁছবে বাসন্তীর গদখালিতে। সেখান থেকে নৌকায় চড়ে গোসাবার ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। আগামীকাল পূর্ব মেদিনীপুর যাবে কেন্দ্রীয় দল। একটি দল যাবে কপ্টারে। আরেকটি দল সড়কপথে দিঘায় যাবে।  মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram