Yaas Effect: ইয়াস পরবর্তী ক্ষতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ২৪ পরগনায় যাচ্ছে কেন্দ্রীয় দল
Continues below advertisement
ইয়াস-বিপর্যয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ২৪ পরগনা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদের দুটি দল। ৭ সদস্যের দলে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। রয়েছেন অন্যান্য আধিকারিকরাও। আজ সকালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পাথরপ্রতিমার উদ্দেশে রওনা দেবে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। যাবে গোসাবাতেও। আরেকটি দল কলকাতা থেকে সড়কপথে পৌঁছবে বাসন্তীর গদখালিতে। সেখান থেকে নৌকায় চড়ে গোসাবার ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। আগামীকাল পূর্ব মেদিনীপুর যাবে কেন্দ্রীয় দল। একটি দল যাবে কপ্টারে। আরেকটি দল সড়কপথে দিঘায় যাবে। মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
Continues below advertisement
Tags :
ABP Ananda South 24 Parganas ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Gosaba Pathar Pratima Cyclone Yaas Yaas Cyclone Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Live Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas Cyclone