Anant-Radhika Wedding: আজ অনন্ত আম্বানি-রাধিকার রিসেপশনে হাজির যশ-নুসরত

Continues below advertisement

ABP Ananda LIVE: আজ অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের 'মঙ্গল উৎসব' (Mangal Utsav)। অর্থাৎ আজ রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। এদিনও সমাজের নানা স্তরের তাবড় তারকাকে দেখতে পাওয়া যাবে অনুষ্ঠানে। সেখানেই আজ পৌঁছলেন বাংলার জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) ও অভিনেত্রী নুসরত জাহান (Nussrat Jahan)। পোজ দিলেন যুগলে।

১২ জুলাই বিয়ে সেরেছেন অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। ১৩ জুলাই ছিল 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান, ও আজ 'মঙ্গল উৎসব'। আজই রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে যেখানে গোটা দেশের নানা পেশার মানুষ উপস্থিত হয়েছেন। কলকাতার যশ-নুসরত থেকে ইনফ্লুয়েন্সার কোমল পাণ্ডে পর্যন্ত উপস্থিত আজকের পার্টিতে। আর এদিন মিডিয়াকেও আমন্ত্রণ জানালেন মুকেশ-পত্নী নীতা আম্বানি (Nita Ambani)। আগামীকাল ১৫ জুলাই, মিডিয়া ও পাপারাৎজিরা, আম্বানি পরিবারের অতিথি। কী বললেন নীতা আম্বানি?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram