Howrah: হাওড়ার যুব তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব | ABP Ananda LIVE

Continues below advertisement

হাওড়ার (Howrah) নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার (TMC Leader) বাড়িতে তাণ্ডব । বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযোগ, যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের মার । গ্রেফতার হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী গুড্ডু খান-সহ ২ । ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হাওড়া আদালতের । ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু । ধৃত মূল অভিযুক্ত গুড্ডু খানের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজা । '২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন গুড্ডু । গুড্ডু খান এখন তৃণমূলে ফিরতে চাইছেন বলে দাবি মন্ত্রী অরূপ রায়ের । নভেম্বরে যুব তৃণমূল নেতার বাবা ওয়াজুল খান নাম জড়ায় গুড্ডু খানের । নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram