Cards Stacking: হাজার তাসের ভিড়ে, স্বপ্ন ওঠে গড়ে | ABP Ananda Live
Cards Stacking: কোভিড (Covid) যখন থাবা বসিয়েছে বিশ্বে, ঘরবন্দি থেকে পীড়িত, দিশাহীন হয়েছে শৈশব-কৈশোর- যৌবন - সেই সময়টাকে অন্যভাবে কাজে লাগিয়েছে কলকাতার (Kolkata)এক কিশোর। ধৈর্য ধরে থরে থরে তাস সাজিয়ে সাজিয়ে (Card Stacking) সে গড়ে তুলেছে একের পর এক স্বপ্নের ইমারত। কী নেই সেখানে ! আইওয়া স্টেট ক্যাপিটল, টাইটানিক (Titanic), সাঁচী স্তূপ (sanchi stupa), বাকিংহাম প্যালেস (Buckingham Palace) , লন্ডন ব্রিজের (Landan Bridge) মতো একের পর এক স্থাপত্য সেই কিশোর-কল্পনায় রূপ পেয়েছে তাসের শরীরে। শোভাবাজার (Sovabazar)এলাকার বছর পনেরোর অর্ণব দাগার (Arnab Daga) এ হেন কীর্তি নজর টানতে বাধ্য । এখন তার হাতে অনেক কাজ। রাইটার্স বিল্ডিং (Writers Building) গড়া শেষ। তাসের শহরে তৈরি যুবভারতী ক্রীড়াঙ্গনও (Vivekananda Yuba Bharati Krirangan)। রয়েছে কুতুব মিনার। শ্রী শ্রী অ্যাকাডেমির(Sri Sri Academy) ক্লাস নাইনের অর্ণবের এখন পাখির চোখ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness Book Of World Records)। আর স্বপ্ন, সে বানাবে এমন এক তাসের দেশ - যা সাধারণের কল্পনাতীত। অর্ণবের সে স্বপ্নপুরীতে পৌঁছেছিল এবিপি লাইভের ক্যামেরা।