Electricity Bill : বিদ্যুতের বিলে মাথায় হাত ? কমসম হতে পারে বিলের টাকা ? কী করবেন ? কিছু ঘরোয়া উপায়

ABP Ananda LIVE: হাঁসফাস গরমে পাখা না ঘুরলে জীবন চলে যাবার জোগাড়। অগত্যা, কারেন্ট পুড়িয়ে পাখা চলল। এসি যাদের আছে, চলল AC-ও। মিলল শান্তি। এবার, মাসের শেষ। বিদ্যুতের বিল যখন এল। মাথায় হাত দেবেন না কী করবেন, বুঝে উঠতে পারছেন না ! এত বিল... মেটাবেন কী করে ! কোন পথে গেলে, কী করলে বিদ্যুৎ বিল একটু কম হবে। একটু বাঁচানো যাবে কষ্টের পয়সা ? ঘুরছে মাথায়। তাহলে কি বিদ্যুতের ব্যবহারই করা যাবে না (Electricity Bill)। না, ইউনিটের খরচ কত হবে বা কীভাবে বাঁচানো যাবে, সে ব্যাপারে তো পথ দেখাতে পারে একমাত্র সরকার। এখানে wbsedcl কিছু ঘরোয়া উপায় বাতলেছে যাতে চেষ্টা করলে বিদ্যুতের ব্যবহার কমানো যায়। কী কী তা, এই ভিডিয়োয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পুরো ভিডিওটি দেখলে মালুম হবে। আর হ্যাঁ, কেমন লাগল, উপকার হল কি না, কোনও মতামত থাকলে তাও জানাতে ভুলবেন না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola