Viral Video: ভয়ঙ্করভাবে টিনের ছাদে ঝুলে রইল ৮ মাসের খুদে! ভয়াবহ সেই ভিডিও ভাইরাল
Continues below advertisement
ভয়াবহ , গা শিউরে ওঠা ! এই দৃশ্য দেখলে বুক কেঁপে যাবে যে কারও। ৮ মাসের একরত্তি বহুক্ষণ টিনের ছাদের ঢালে ঝুলে রইল ভয়ঙ্কর ভাবে। চারতলা থেকে মায়ের কোল ফসকে পড়ে গিয়ে ছিল শিশুটি। এক চুল এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারত চরম কিছু। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টের ভেতর ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। তিনজন মিলে কোনওক্রমে টিনের শেড থেকে নামায় শিশুটিকে। নিচে পেতে রাখা হয় চাদর ও গদি। সন্তর্পণে করা হয় উদ্ধার।
ডিসক্লেমার : ভিডিওটি আপনাকে বিচলিত করতে পারে। দুর্বলচিত্তের মানুষদের না-দেখাই শ্রেয়।
Continues below advertisement