Bhai Phonta 2023: ভাইফোঁটায় হাজির হরেক মিষ্টি! দোকানে ভিড় ক্রেতাদের। ABP Ananda Live
Continues below advertisement
আজ ভাইফোঁটা (Bhai Phonta)। ভাই ও বোনের চিরন্তন সম্পর্কের উদযাপন। গোটা বাংলার নানা কোণে ভাইফোঁটার আয়োজন শুরু। মিষ্টির দোকানে ভিড়। গোটা ভারতেই নানা প্রদেশের ভাইফোঁটার উদযাপন চলছে। মিষ্টি ছাড়া অসম্পূর্ণ ভাইফোঁটা (Bhai Dooj)। তাই ভাইয়ের জন্য় মিষ্টি কিনতে দোকানে দোকানে ভিড় দিদি ও বোনেদের। ভাইফোঁটায় হরেকরকম মিষ্টির পদ নিয়ে হাজির মিষ্টি বিক্রেতারাও।
Continues below advertisement