Dev Diwali 2023:কলকাতা পুরসভার উদ্যোগে এবার গঙ্গার ঘাটে পালন করা হবে দেব দীপাবলি।ABP Ananda LIVE
Continues below advertisement
কলকাতা পুরসভার উদ্যোগে এবার গঙ্গার ঘাটে পালন করা হবে দেব দীপাবলি। এই উপলক্ষে আলো ও প্রদীপে সেজে উঠছে গঙ্গার ঘাট। ২৬ ও ২৭শে নভেম্বর বাবুঘাটে হবে উদযাপন। জ্বালানো হবে মাটির প্রদীপ, বানানো হবে রঙ্গোলি। গঙ্গাবক্ষে হবে আতসবাজির প্রদর্শনী। বৃন্দাবন থেকে আনা হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতশিল্পীকে।
Continues below advertisement