Kamakhya Temple: কালীপুজোর পরের দিনও কামাখ্যা মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। ABP Ananda Live

Continues below advertisement

কালীপুজোর পরের দিনও অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। সকালে মঙ্গলারতির পর নিত্যভোগের আয়োজন। গতকাল কালীপুজোর দিন কামাখ্যা মন্দিরে ভিড় উপচে পড়ে। ১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন। একান্ন পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত আছে। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিত হন। জনশ্রুতি রয়েছে, বশিষ্ঠ মুনি এক সময় এই কামাখ্যাতে যজ্ঞ করেছিলেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram