Kali Puja 2023: কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় চলছে কালীপুজো। ABP Ananda Live
আজ বেলা পর্যন্ত থাকছে অমাবস্যা। কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় চলছে কালীপুজো। ঠনঠনিয়া কালী মন্দিরে ভক্তদের ভিড়। মাতৃসাধক শঙ্কর ঘোষ প্রতিষ্ঠা করেন এই মন্দির। ১৭০৩ সালে এই মন্দিরে পুজো শুরু হয়। জনশ্রুতি, ঠনঠনিয়া কালী মন্দিরে আসতেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয় ঠনঠনিয়া কালী মন্দিরে। এখানে দেবীমূর্তি জাগ্রত বলে মনে করেন ভক্তরা। তাই সিদ্ধেশ্বরী কালী মাকে দর্শন করতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন ঠনঠনিয়া কালী মন্দিরে।
Tags :
Kali Puja Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News District Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel