Kali Puja 2023: নৈহাটির বড়কালী সমিতি ট্রাস্টের কালীপুজোর এবার শততম বর্ষ। ABP Ananda Live
নৈহাটির বড়কালী সমিতি ট্রাস্টের কালীপুজোর এবার শততম বর্ষ। এই পুজো নৈহাটির বড়মার পুজো বলে পরিচিত। বিশালাকার প্রতিমার উচ্চতা ২২ ফুট। ১০০ ভরি সোনা ও ২০০ ভরি রুপোর অলঙ্কারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণ কালী প্রতিমা। মায়ের কাছে কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হয়। এই আশায় কালীপুজোর দিন হাজারো মানুষের ভিড়। নৈহাটির বড়মার পুজো পেল এবিপি আনন্দর সেরা পুজোর আলোক আনন্দ সম্মান।
Tags :
Naihati Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube Diwali 2023 ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS