Saraswati Puja 2024: চন্দননগর থেকে বাগনান, বাণীবন্দনায় মাতোয়ারা গোটা রাজ্য | ABP Ananda LIVE

Continues below advertisement

হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জাঁকজমক, আলোর রোশনাই সম্পর্কে সকলেই অবগত। কিন্তু সরস্বতী বন্দনাতেও চন্দননগর পিছিয়ে নেই। লালবাগান জামরুলতলা সরস্বতী পুজো সমিতির মণ্ডপজুড়ে ঝলমলে আলো। মন্ডপমুখী রাস্তা সেজে উঠেছে নানান বাহারি আলোয়। ৭৫তম বছরের পুজোর উদযাপন চলছে মহাসমারোহে। বীণা হাতে মণ্ডপে অধিষ্ঠিত দেবী মূর্তিও মনোরম। অন্যদিকে হাওড়ার বাগনানের খাদিনান আমরা সবাইয়ের পূজা মণ্ডপ। সকালে এলাকার সকলে মিলে সাবেকি পোশাকে সজ্জিত হয়ে সরস্বতী পুজোর ঘট আনতে যান রীতিমতন ব্যান্ড বাদ্যি বাজিয়ে। গত ৪ দশকেরও বেশি সময় ধরে সরস্বতী বন্দনার দিন এই প্রথা চলে আসছে। সন্ধ্যাবেলা এখানেও আলোর সমারোহ। লম্বা পথ জুড়ে দু'দিকে আলো। কার্যত আলোকসজ্জার মাধ্যমেই প্যান্ডেলে যাওয়ার পথ প্রদর্শন। ৪৯তম বছরের পুজোয় সাবেকি প্রতিমা এবং রীতিনীতি মেনে পুজো সন্ধ্যারতি সবকিছুই হয়েছে ধুমধাম করে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram