Chandrayan 3: ধুলোর ঝড় থামতেই ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে চাঁদের বুকে রোভার প্রজ্ঞান

Continues below advertisement

Chandrayan 3: ধুলোর ঝড় থামতেই ল্যান্ডার বিক্রমের পেটের ভিতর থেকে চাঁদের বুকে নামল রোভার প্রজ্ঞান। চন্দ্রবক্ষে পড়ল অশোক স্তম্ভ ও ইসরোর প্রতীকের ছাপ। আগামী ১৪ দিন খুব গুরুত্বপূর্ণ। কারণ, চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। ১৪ দিন পর, চাঁদে নামবে রাত। ফলে যে জায়গায় বিক্রম ও প্রজ্ঞান আছে, সেখানে সূর্যের আলো পৌঁছবে না। আর সৌরশক্তি না মেলায় সাময়িক বিশ্রামে চলে যাবে বিক্রম ও প্রজ্ঞান। বিক্রমকে ছেড়ে প্রজ্ঞান সর্বাধিক ৫০০ মিটার দূরত্ব যেতে পারে। তবে ল্যান্ডার থেকে নামার পরেই চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে তথ্য পাঠানোর কাজ শুরু করেছে প্রজ্ঞান। নড়াচড়া সীমাবদ্ধ হলেও, বিক্রম ও প্রজ্ঞান অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। এমন জায়গার ছবি তুলছে যা বিশ্ব প্রথমবার দেখতে পাবে। এই ছবি দেখে চাঁদের ওই এলাকার ভূ-প্রকৃতি কেমন তার একটা পরিষ্কার আঁচ পাবেন ইসরো-র বিজ্ঞানীরা। যা ভারতের পরবর্তী অভিযানের রসদ জোগাবে। এর ভিত্তিতেই ঠিক হবে আগামী চন্দ্র-অভিযানে কোন কোন বিষয় গুরুত্ব পাবে। পরের বছর জাপানের সঙ্গে হাত মিলিয়ে চাঁদের মেরু অভিযান অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরার এক্সপিডিশনে নামছে ইসরো। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram