Chandrayaan 3 : আর কয়েক ঘণ্টার অপেক্ষা ! সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে নামবে চন্দ্রযান-৩
Continues below advertisement
সব কিছু ঠিক থাকলে, বুধবার সন্ধে ৬টার পর চাঁদের মাটি স্পর্শ করবে ভারতের চন্দ্রযান-৩। তার আগে, আজ চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউলের সঙ্গে সফলভাবে দ্বিমুখী যোগাযোগ স্থাপন করল চন্দ্রযান-২-এর অরবিটর। ইসরো জানিয়েছে, 'ওয়েলকাম বাডি', এই বলে শুভেচ্ছা জানিয়েছে তারা।
Continues below advertisement
Tags :
Satellite Breaking News Satellite Latest Breaking News Chandrayaan-3 Will Land On The Moon At 6:40 Pm Ndia Chandrayaan-3