Chandrayan 3 : চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর, দেশ জুড়ে উৎসবের আমেজ | ABP Ananda LIVE
Chandrayan 3 : চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস, চাঁদের দেশে ভারত। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে ভারত। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সারা দেশের যাবতীয় প্রার্থনা সার্থক হল।