Chandrayaan 3 : লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, আজ শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ
লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, আজ শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ। অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত। দুপুর ২.৩৫ নাগাদ উৎক্ষেপণ হওয়ার কথা চন্দ্রযান তিনের। এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান দুই। গতবারের তুলনায় তিনভাগের একভাগ কম খরচে চাঁদে যাচ্ছে চন্দ্রযান তিন
চন্দ্রযান তিন নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। এই দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান এক
Tags :
Chandrayaan 2 Chandrayaan 3 Chandrayaan Chandrayaan-3 Launch Date ISRO Chandrayaan 3 LIVE Chandrayaan 2 Launch Video Chandrayaan 3 Launch Streaming Live Chandrayaan 3 Status Chandrayaan 3 Launch Successfully