Admissiontree: পড়ুয়াদের কী বার্তা দিলেন ? মহাকাশ গবেষণায় দেশের ভবিষ্যৎ নিয়ে কী বললেন ISRO চেয়ারম্যান | ABP Ananda LIVE

Admissiontree.in FUTURESCAPE 2047: 'আমরা যখন মহাকাশ গবেষণার কাজ শুরু করলাম, তখন আমাদের কাছে না-ছিল স্যাটেলাইট টেকনোলজি, না-ছিল লঞ্চার টেকনোলজি, না-আমাদের স্পষ্ট ধারণা ছিল অ্যাপ্লিকেশন বা প্রয়োগ নিয়ে, কিন্তু আজ স্বাধীনতার ৭৯ তম বর্ষে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় মহাকাশ শক্তিগুলির মধ্যে একটি। মহাকাশে ১৩৩ টিরও বেশি উপগ্রহ পাঠিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ -এ বিকশিত ভারতের একটি স্পষ্ট দিকনির্দেশ করেছেন, ২০৪০ এর মধ্যে মহাকাশ গবেষণায় আমাদের আশেপাশেও হয়ত কেউ থাকবে না।' বুধবার admissiontree.in আয়োজিত একটি অনুষ্ঠানে কলকাতায় এসে বললেন ইসরো প্রধান ভি. নারায়ণন।

 

গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের বহু স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্যের সুলুকসন্ধান দিয়ে আসছে admissiontree.in। এই সংস্থার উদ্যোগেই এক স্বতন্ত্র ভাবনার অনুষ্ঠানের সাক্ষী থাকল এই শহর। বুধবার সন্ধেয় admissiontree আয়োজিত অনুষ্ঠানে অংশ নিল সারা বাংলার কুড়িটি স্কুলের ছাত্রছাত্রীরা। দেখাল বিজ্ঞান নিয়ে তাঁদের বহুমুখী ভাবনা, সাক্ষর রাখল তাঁদের অনুসন্ধিৎসু মনের । শুধু পাঠ্যবইনির্ভর হয়ে যে তারা থাকেনি, বইয়ে পড়া বিজ্ঞান তারা করেছে আত্মস্থ। সেই প্রমাণই মিলল admissiontree.in র Futurescape 2047-এ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola