Chandrayaan 3 : শঙ্কার বিশ মিনিট ! ধাপে ধাপে গতি কমিয়ে চন্দ্রবক্ষে পাখির পালকের মতো অবতরণ করল চন্দ্রযান ৩
চন্দ্রযান-২-এর সময় এখানেই ধাক্কা খেয়েছিল ভারত। চার বছর আগে সব ধাপ সম্পন্ন হওয়ার পরেও চাঁদের মাটি ছোঁয়ার আগের মুহূর্তে ল্যান্ডারের সঙ্গে ইসরোর বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবার মুছে গেল সেই ব্যর্থতা। মুখে হাসি ফোটার পর বিজ্ঞানীরা বলছেন, শেষের বিশ মিনিটই অভিযানের সবচেয়ে কঠিন পর্যায়।
Tags :
Chandrayaan 3 Chandrayaan-3 India Chandrayaan-3 Satellite Breaking News Satellite Latest Breaking News