
Sunita William: বাড়ি ফেরার প্রক্রিয়া শুরু, রওনা দিয়েছেন সুনীতা উইলিয়ামসরা
ABP Ananda LIVE: অপেক্ষার অবসান। মহাকাশে থেকে বাড়ি ফেরার প্রক্রিয়া শুরু। মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনীতা উইলিয়ামসরা। এদিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নির্বিঘ্নে তাঁদের আনডকিং প্রক্রিয়া শেষ হয়। গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, আট দিনের সফরে মহাকাশে গিয়ে ন’মাসের জন্য আটকে পড়েন তাঁরা। দীর্ঘ সময় কাটিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সুনীতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় ইলন মাস্কের স্পেসএক্সের ড্রাগন যান। ন'মাস পরে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত । মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। ভারতীয় সময় অনুযায়ী, কাল কাকভোর নাগাদ পৃথিবীতে পৌঁছতে পারেন তাঁরা।