Sunita Williams: পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিন, কী বললেন বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি?
ABP Ananda Live: এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না সুনীতা উইলিয়ামসদের। যান্ত্রিক ত্রুটির জেরে মহাকাশযান ক্রু টেনের উৎক্ষেপণ পিছোল। ক্রু টেনকে নিয়ে যাওয়া ফ্যালকন রকেটের হাইড্রলিক সিস্টেমে ত্রুটি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্রু টেন পৌঁছলে, সুনীতাদের নিয়ে ফিরবে ক্রু নাইন। আগামী ১৪ মার্চ ভারতীয় সময় সকাল সাড়ে চারটে পর্যন্ত আর কোনও উৎক্ষেপণ নয় : নাসা। বৃষ্টি, ঝড়ের পূর্বাভাস থাকায় মহাকাশযান ওড়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, জানল নাসা। কী বললেন বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি?
ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা পাওয়ার সুযোগ পেল না যাদবপুর বিশ্ববিদ্য়ালয়
ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা পাওয়ার সুযোগ পেল না যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির এরাজ্য়ের সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এমপাওয়ার্ড এক্সপার্ট কমিটির সুপারিশ থাকলেও, রাজ্য় সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা আসেনি। তাই এই সুযোগ হারিয়েছে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়।