ISRO: নতুন বছরের ইসরো-র মুকুটে নতুন পালক, দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণ

নতুন বছরের ইসরো-র মুকুটে জুড়ল নতুন পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল 'এক্সপোস্যাট'। সকাল ৯টা ১০-এ সফল উৎক্ষেপণ। এটি হল দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV রকেটে চাপিয়ে এক্সপোস্যাটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দিয়েছে। এর আগে ২০২১ সালে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে নাসা। আমেরিকার পর ভারতই দ্বিতীয় দেশ যে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করছে। এক্সপোস্যাটের মাধ্যমে মহাকাশে X-Ray-র উৎস সন্ধান করা হবে। ব্ল্যাক হোলস বা কৃষ্ণগহ্বর সম্পর্কে গবেষণায় নতুন দিশা পেতে পারে ইসরো। মহাকাশে ব্ল্যাক হোলসের উপস্থিতি, সন্ধান ও উৎসের তথ্য জোগাড় করার চেষ্টা করবে এক্সপোস্যাট। এর মাধ্যমে কোথায় কোথায় ব্ল্যাক হোলস রয়েছে, তার সন্ধানও মিলতে পারে। মিলতে পারে নতুন ব্ল্যাক হোলস বা কৃষ্ণগহ্বরের ঠিকানাও। এছাড়া মহাকাশে ৫০টিরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথা ইসরো-র নতুন মহাকাশযান এক্সপোস্যাটের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola