
Rajnath Singh: ইতিহাস নতুনভাবে লিখেছে ভারতের মেয়ে, সোশাল মিডিয়ায় পোস্ট প্রতিরক্ষামন্ত্রীর।
ABP Ananda Live: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামসের তাঁর সাফল্যে গর্বিত আজ ভারতবাসীও। গোটা বিশ্বের কাছে আজ উৎসবের দিন। ভরতের মেয়ে সুনীতার ইতিহাস রচনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের।
অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন'মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ।
মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি।