Solar Eclipse 2024: বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, চাঁদের ছায়ায় সমপূর্ণ ঢাকা পড়ে গেল সূর্য, সাক্ষী বিশ্ব

Continues below advertisement

বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় সমপূর্ণ ঢাকা পড়ে গেল সূর্য। দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হল সোমবার। গ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব। টানা সাড়ে ৩ থেকে-চার মিনিট চাঁদের ছায়ায় সমপূর্ণ ঢেকে সূর্য। স্পষ্ট দেখা যাচ্ছে সূর্যের বাহ্যিক স্তর করোনা। সর্বপ্রথম গ্রহণ দেখা গেল উত্তর আমেরিকার মেক্সিকো থেকে। এছাড়াও গ্রহণ দেখা যাচ্ছে আমেরিকা, কানাডার বিভিন্ন প্রান্তে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে না। এই ধরনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আগামী ২০ বছরে দেখা নাও মিলতে পারে। সূর্যের আলোয় আলোকিত হয় সবক’টি গ্রহ ও উপগ্রহ। ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য আর পৃথিবীর মাঝে এসে পড়লে হয় সূর্যগ্রহণ। চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়, তখন রাতের মতো অন্ধকার নেমে আসে পৃথিবীতে। সেই অবস্থাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই ঘটনাকে নিয়ে উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড, ডালাস, ফিলাডেলফিয়া সহ একাধিক শহরে উৎসাহ তুঙ্গে। তৈরি ছিলেন বিজ্ঞানীরাও। এদিন রেকর্ড করা হল নানা গুরুত্বপূর্ণ তথ্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram