Aditya-L1 Launch: এবার লক্ষ্য সূর্য, সপ্তাহ শেষেই পাড়ি দেবে আদিত্য এল-১, জানাল ইসরো
Continues below advertisement
চাঁদের পর এবার লক্ষ্য সূর্য। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো (ISRO) সোমবার জানিয়েছে তাদের সোলার মিশন (Solar Mission) শুরু হতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর। আদিত্য এল-১ (Aditya L-1) লঞ্চ হবে ২ সেপ্টেম্বর শনিবার ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। শ্রীহরিকোটার স্পেস পোর্ট থেকেই সূর্যে অভিযান চালানোর জন্য আদিত্য এল-১ মহাকাশযান লঞ্চ বা উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ইসরো।
Continues below advertisement