Axiom-4 Launch: ভারতীয় মহাকাশচারী শুভাংশুর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ABP Ananda LIVE: মহাকাশে শুভাংশু শুক্লা। বুধবার এক্সিওম ফোর মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন শুভাংশু-সহ চার মহাকাশচারী। ভারতীয় মহাকাশচারী শুভাংশুর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ল'কলেজে 'গণধর্ষণ', গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী। কসবাকাণ্ডে গ্রেফতার ল'কলেজে নিরাপত্তারক্ষী । ঘটনা ঘটার সময় এই নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন, খবর সূত্রের । কসবাকাণ্ডে মোট গ্রেফতার বেড়ে ৪ ধৃত ২ পড়ুয়াকে জেরা করে গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী । প্রথমে নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার । ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই আইন পড়ুয়া,অভিযোগ নির্যাতিতার । নিরাপত্তারক্ষীর সাহায্য চেয়েও পাননি, অভিযোগ নির্যাতিতার।
কসবায় কলেজ ছাত্রীকে 'গণধর্ষণ', ফরেন্সিক পরীক্ষায় ধস্তাধস্তির প্রমাণ: সূত্র। কলেজের ইউনিয়ন রুম, ওয়াশ রুম ও গার্ড রুম পরিদর্শন বিশেষজ্ঞদের। ঘটনাস্থল থেকে উদ্ধার ছেঁড়া চুল, ধস্তাধস্তির প্রমাণ মিলেছে, খবর সূত্রের। FIR উল্লেখিত হকি স্টিক ও বেশ কিছু নমুনাও সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। নির্যাতিতার অভিযোগে উল্লেখ, ধর্ষণে বাধা দেওয়ায় তাঁকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয়। এছাড়াও ইউনিয়ন রুম থেকে মিলেছে প্লাস্টিক ও কাচের বেশ কিছু বোতল। কসবাকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা