
Sunita Williams: সুনীতারা ফিরতেই নতুন উচ্চতায় পৌঁছেছে বিজ্ঞান
ABP Ananda Live: সুনীতারা ফিরতেই নতুন উচ্চতায় পৌঁছেছে বিজ্ঞান। গোটা বিশ্ব আনন্দে মাতোয়ারা। এরইমধ্য়ে আরেকজনের নাম ফিরে আসছে বারবার, তিনি কল্পনা চাওলা। ২০০৩ সালের পয়লা ফেব্রুয়ারি, কল্পনাদের নিয়ে ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টারে অবতরণের কথা ছিল নাসার মহাকাশযানের। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় প্রচন্ড চাপ ও তাপ সহ্য করতে পারেনি কলম্বিয়া। মাটি থেকে প্রায় দু’লক্ষ ফুট উঁচুতে ধ্বংস হয়ে যায় নাসার মহাকাশ যান। মহাকাশেই চিরদিনের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন কল্পনা চাওলা-সহ সাত নভশ্চর।
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল দু’জনের দেহ। গতকাল রাতে বছর ৪৫-এর তরুণ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী আশার দেহ বিছানায় পড়েছিল। বছর ৩৫-এর মহিলার গলায় ফাঁসের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। ঘটনার সময় কেউ বাড়িতে ছিল না। প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরেও দম্পতির আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।