ABP News

Sunita Williams: মহাকাশ থেকে কেমন দেখতে লাগে ভারতকে ? পৃথিবীতে ফিরে কী জানালেন সুনীতা উইলিয়ামস ?

Continues below advertisement

ABP Ananda LIVE: ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে গত ১৯ মার্চ পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছিল, এই প্রশ্নের উত্তরে সুনীতা বলেন, ভারতকে অপরূপ লাগছিল। যত বার আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, বুচ উইলমোর দুর্দান্ত কিছু ছবি তুলেছেন। এটা সত্যিই চমৎকার। আর কী বললেন শুনে নেব।

 

NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের


ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। জখম হয়েছেন ৪ জন। গতকাল রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পূর্ব রেল সূত্রে খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধার-ওধার ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়।রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC. এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram