World Water Day: কৃষকদের জন্য কী উদ্যোগ Dhanuka-র, জল নিয়ে সচেতনতা বৃদ্ধিতেই বা কী করে Dhanuka?

Continues below advertisement

জলস্তর (Water Level Decreasing) নেমে যাচ্ছে ক্রমশ। বাড়ছে জনসংখ্যা (Population On The Rise), বাড়ছে পানযোগ্য স্বচ্ছ জলের চাহিদা (Demand For Drinking Water Increasing) । বৃষ্টি কমে যাচ্ছে। বদল ঘটছে আবহাওয়ায়। গ্লোবাল ওয়ার্মিং (Global Warming) সমস্যা হয়ে দেখা দিচ্ছে । ১৯৯২ সালে United Nations Conference on Environment and Development -এ বিশ্ব জল দিবস তথা World Water Day পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে সবথেকে বেশি জলের ব্যবহার হয় কৃষিজমিতে। কৃষিকাজে। সেখানে ঠিক কী ভূমিকা নেয় ধানুকা? জল দিবসে (World Water Day) এবিপি (ABP) এবং ধানুকার (Dhanuka) একটি উদ্যোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram