প্রথমবার ভারতের কোনও ব্র্যান্ডের রিভিউ Supercar Blondie-র I Made in India এই সুপারবাইক গর্বিত করবে
Supercar Blondie Ultraviolette F77 Mach 2 Review : ইউটিউবে সাবস্ক্রাইবার ১৬ মিলিয়নেরও বেশি, ১৮ মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রামে। বিশ্বের সেরা অটো ইনফ্লুয়েন্সার সুপার কার ব্লন্ডি এবার রিভিউ করছেন প্রথম কোনও ভারতীয় ব্র্যান্ড। অ্যালেক্স হারশি, বিখ্যাত এই অটো ইনফ্লুয়েন্সারই পরিচিত সুপারকার ব্লন্ডি নামে। তিনি এমন সব গাড়ির রিভিউ করেন, যা প্রকৃত অর্থে আর পাঁচটা গাড়ির থেকে সম্পূর্ণ আলাদা, একদম স্পেশাল, একদম স্বতন্ত্র। এবার সেই তালিকায় Ultraviolette F77 Mach 2। সুপারকার ব্লন্ডির এই রিভিউ একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি Ultraviolette F77 Mach 2-র জন্য। এই সুপারবাইক প্রকৃত অর্থেই মেড-ইন-ইন্ডিয়া। এয়ার স্ট্রিপে আর সি জেটের গতির সঙ্গে সমানতালে পাল্লা দিতে পারে এই সুপারবাইক। আলট্রাভায়োলেট অটোমোটিভের এই বাইক ভারতের মাটি ছাড়িয়ে শীঘ্রই মন জয় করবে ইউরোপের বাইকারদেরও। সম্প্রতি ডিপ ডাইভ দুবাইয়ে বিশ্বের সব থেকে বড় মনুষ্যসৃষ্ট পুলে ২০ মিটার জলের নিচে নিজের চমক জারি রেখেছিল এই সুপারবাইক। ঝাঁ চকচকে লুক, প্রযুক্তির ব্যবহার ও পারফরম্যান্সে ভারতীয় স্টার্ট আপের ইন্জ্নিয়ারিং পারদর্শীতার অনবদ্য উদাহরণ F77 Mach 2।
বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে
Disclaimer: ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.