IPL 2023। উমরনের গতির আগুন, ভুবির বিষাক্ত স্যুইং, নতুন কোচ-অধিনায়ক, সানরাইজার্সের কপাল খুলবে? Exclusive

Continues below advertisement

শেষ খেতাব (IPL 2023) প্রায় ৭ বছর আগে। ২০১৬ সালে। তারপর থেকে ট্রফি নেই। রয়েছে শুধু অন্তর্দ্বন্দ্ব। গতবার আট নম্বরে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এবার অবশ্য খোলনলচে বদলে মাঠে নামছে। কোচ করা হয়েছে কিংবদন্তি ব্রায়ান লারাকে (Brian Lara)। অধিনায়ক হয়েছেন এডেন মারক্রাম (Aiden Markram)। কেমন হয়েছে এবারের দল? নিমেষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অস্ত্র রয়েছে হাতে? হায়দরাবাদের (SRH) হাল হকিকত নিয়ে হাজির এবিপি লাইভ (ABP Ananda)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram