T-20 World Cup: ১৭ বছর পরে শাপমুক্তি, ফের T-২০ বিশ্বকাপে জয়ী ভারত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ১৭ বছর পরে শাপমুক্তি, ফের T-২০ বিশ্বকাপে জয়ী ভারত । ১৩ বছর পরে ফের যে কোনও ফর্মাটে বিশ্বকাপ জয় ভারতের । দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে T-২০ বিশ্বকাপ জয়ী রোহিত ব্রিগেড । টসে জিতে ব্যাটিং, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী ভারত । বিরাটের দুর্দান্ত ৭৬, অক্ষর ৪৭, শিবম দুবের ২৭ রান । টানটান ম্যাচে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত । প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে টিম রোহিত শর্মা । ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত হার্দিক পাণ্ড্য । হার্দিকের ঝুলিতে ডেভিড মিলার, হেনরিক ক্লাসেনের উইকেট । যশপ্রীত বুমরার ১৮ রানে ২ উইকেট, দুর্দান্ত জয় ভারতের
১১ বছরের অপেক্ষার অবসান। আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের শাপমোচন। বার্বাডোজ়ে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (IND vs S Africa) হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে (T20 World Cup 2024) বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
আর সেই শাপমুক্তি হল এমন এক দ্বীপপুঞ্জে, যেখানে ১৭ বছর আগে কলঙ্কিত হয়েছিল ভারতীয় ক্রিকেট। ২০০৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে। ঘটনাচক্রে, সেই দলের অধিনায়ক ছিলেন যিনি, সেই রাহুল দ্রাবিড় শনিবার ছিলেন টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায়। দ্রাবিড়েরও যেন যন্ত্রণামুক্তি ঘটল।