জুলাই থেকে রাজ্যস্তরের টেনিস টুর্নামেন্টগুলি ফের শুরু করতে চলেছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন
Continues below advertisement
অবশেষে কিছুটা আশার আলো। জুলাই থেকে রাজ্যস্তরের টেনিস টুর্নামেন্টগুলি ফের শুরু করতে চলেছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। প্রথম ভারতীয় ক্রীড়া নিয়ামক সংস্থা হিসেবে ফের খেলাধুলো চালুর উদ্যোগ নিল এআইটিএ। করোনা শঙ্কায় সবরকম ঘরোয়া টেনিস টুর্নামেন্ট সাময়িকভাবে বন্ধ রেখেছিল তারা। জুলাইয়ে রাজ্যস্তরের টুর্নামেন্টের পর সেপ্টেম্বর, অক্টোবরে আঞ্চলিক ও জাতীয় স্তরের টুর্নামেন্ট চালুর ভাবনাও রয়েছে। তবে, পুরোটাই করা হবে সমস্ত বিধিনিষেধ মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে।
Continues below advertisement
Tags :
Tennis Touranaments Tournaments Cancelled For Corona AITA All India Tennis Association Corona Update Abp Ananda