Ashwin: হতে চেয়েছিলেন ওপেনার, মিডিয়াম পেসার, কীভাবে স্পিনার হয়ে গেলেন অশ্বিন? ABP Ananda Live
Continues below advertisement
India vs England। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৭২৮ আন্তর্জাতিক উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ৭২ উইকেট। ওয়ান ডে-তে ১৫৬ শিকার। আর টেস্টে পাঁচশো। শুক্রবার রাজকোটে জ্যাক ক্রলিকে ফিরিয়ে যে মাইলফলক স্পর্শ করলেন আর অশ্বিন (Ravichandran Ashwin)। অনিল কুম্বলের (Anil Kumble) পর ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে পাঁচশো উইকেটের ক্লাবে নাম লেখালেন তামিলনাড়ুর অফস্পিনার। অথচ, শৈশবের কোচ হস্তক্ষেপ না করলে অফস্পিনার নয়, অশ্বিন হয়তো হতেন ওপেনিং ব্যাটার। বা মিডিয়াম পেসার। স্পিন শিল্প আয়ত্ত করা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় কোনওভাবেই ছিল না।পাঁচশোর শিখর ছোঁয়ার দিন অশ্বিনের অজানা কাহিনি।
Continues below advertisement
Tags :
Team India Rohit Sharma Ravichandran Ashwin R Ashwin Rajkot Test India Vs England Ben Stokes IND Vs ENG BCCI Indian Cricket Team India Vs England Test Series Ashwin 500 Test Wickets