Gambhir: ভারত-বিরোধী স্লোগান দিলে ফের এরকমই জবাব! অশালীন ইঙ্গিতের সম্পূর্ণ অন্য কারণ দেখালেন গম্ভীর
Continues below advertisement
এশিয়া কাপে (Asia Cup) ভারত-নেপাল (India vs Nepal) ম্যাচের পর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মাঠ ছেড়ে বেরনোর সময় অশালীন ইঙ্গিত করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ক্লিপিংস। বলাবলি শুরু হয়ে যায়, গ্যালারি থেকে তাঁকে দেখে বিরাট কোহলি (Virat Kohli) ও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নামে জয়ধ্বনি দেওয়াতেই মেজাজ হারান গম্ভীর। দর্শকদের উদ্দেশে তিনি মধ্যমা দেখিয়েছেন বলেও অভিযোগ ওঠে। যদিও গম্ভীর এবার আত্মপক্ষ সমর্থন করলেন। জানালেন, ভারত-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল বলেই মাথা ঠান্ডা রাখতে পারেননি তিনি।
Continues below advertisement
Tags :
Gautam Gambhir Team India Cricket News Virat Kohli MS Dhoni BCCI Indian Cricket Team Asia Cup 2023 Anti-India Slogans