Cricket World Cup: ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। ABP Ananda Live
Continues below advertisement
Cricket World cup: সবরমতীর তীরে অস্ত গেল টিম ইন্ডিয়া (India)। ২০০৩-এর বদলা হল না ২৩-এ। ফাইনালে সেই অস্ট্রেলিয়ার কাছে হার। রোহিতদের (Rohit Sharma) ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন ব্যাগি গ্রিন ব্রিগেড। ২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমে ৩ উইকেট হারালেও রুখে দাঁড়ালেন ট্রাভিস হেড। সঙ্গী লাবুশানে। হেডের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে কাটল বিপর্যয়। মুঠোয় জয় কামিন্সদের। টসে জিতে এদিন ফিল্ডিং নেন অজি ক্যাপ্টেন কামিন্স। সহজাত ঝোড়ো ব্যাটেই ইনিংসের শুরু করেন রোহিত। কিন্তু, তিনি ফিরতেই নামতে থাকে রানরেট...পরপর উইকেট পতন। কিছুটা প্রতিরোধ বিরাট ব্যাটে। হাফ সেঞ্চুরি করে ফেরেন বিরাট। ৬৬-তে ফিরলেন রাহুল। ২৪০ রানে শেষ হয় ভারতের ইনিংস।
Continues below advertisement
Tags :
Icc Cricket World Cup Ahmedabad Live Cricket Ms Dhoni 2023 World Cup Narendra Modi Ind Vs Aus Icc World Cup 2023 Icc World Cup 2023 Final World Cup Final Vip Guest List Pm Anthony Albanese World Cup Final Icc Mens World Cup 2023 Icc Odi World Cup 2022 Icc World Cup Vip Guest List Odi World Cup Icc Cricket World Cup 2023 Final Icc World Cup 2023 Final Schedule Icc World Cup Table 2023 Icc World Cup Points Table 2023 Cricket.