Ballon d'Or 2021: ফের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন Lionel Messi, এই নিয়ে সপ্তমবার | Bangla News

Continues below advertisement

সপ্তমবার পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি (Lionel Messi)। এর আগে ২০০৯ থেকে ২০১২, টানা জিতেছেন। এরপর ২০১৫ ও ২০১৯-এও পেয়েছিলেন ব্যালন ডি’অর। এবারও সেই শিরোপা উঠল মেসির মাথায়।  তাঁর সবথেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে দু’টি বেশি ব্যালন ডি’অর জিতেছেন মেসি। মহিলাদের ব্যালন ডি’অর জিতেছেন স্পেন এবং বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস। বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পেড্রি। বিশ্বের সেরা গোলকিপার হয়েছেন জিয়ানলুইজি দোনারুমা। পুরস্কার জেতার পর মেসি বলেন, কতদিন এই পর্যায়ে খেলে যেতে পারবেন, তা তিনি জানেন না। বার্সেলোনা ও আর্জেন্টিনার ফুটবলারদের ধন্যবাদ জানিয়েছেন মেসি।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram